বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার (২৫ মে) সকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সামনে ঈদুল আজহা, কিন্তু এখনো বোনাসের কোনো নিশ্চয়তা নেই। এতে করে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের তিন দফা দাবির মধ্যে বকেয়া বেতনের দ্রুত পরিশোধ, ঈদুল আজহার পূর্বে বোনাস প্রদান, চাকরির নিরাপত্তা নিশ্চিত ও স্থায়ীকরণের সমাধান চান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সরকার আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”এ সময় শিক্ষক নেতারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি আদায় না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক পরিষদ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের প্রতিনিধিত্ব করে।