তথ্য মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) সেলিম হোসেন এর জন্মদিন আজ । সেলিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থতেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বিসিএস ( তথ্য,সাধারণ) যোগ দেন্ বর্তমানে তিনি তথ্য মন্ত্রণালয়ে পরিচালক জনসংযোগ / উপ প্রধান তথ্য অফিসার হিসেবে খশৃলথ আছেন। এর পূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) হিসেবে ছিলেন।
জেলা তথ্য অফিসার হিসেবে তিনি কাজ করেছেন নেত্রকোনা, ফরিদপুর, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, চাঁদপুর ও টাংগাইলে। এলজিআরডি, অর্থ, গণ যোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও প্রাইভেটাইজেশন কমিশনেও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
সেলিম হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা।