ইউনিভার্সেল কামাল:
কুমিল্লার লালমাইয়ে ডেঙ্গুজ্বর এর প্রার্দুভাব, প্রতিকার ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু : মুশফিকুর রহমান।
স্থানীয় প্রশাসন, ডক্টরস ফোরাম অব লালমাই এর চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে এই সেমিনারটির আয়োজন করেন ডক্টরস ফোরাম অব লালমাই। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সালেহ আহমেদ মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোতাহার হোসেন ভূঁইয়া জুয়েল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, লালমাই উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাস, অর্থমন্ত্রীর একান্ত ব্যাক্তিগত সচিব বাবু কেএম সিংহ রতন, সহকারী কমিশনার ভূমি নাছরিন আক্তার, লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার প্রমুখ।