টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন-মাওলানা শামছুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন- মাওলানা ফেরদৌস হুসাইন। টাঙ্গাইল পৌরসভা এসোসিয়েশনের আহ্বায়ক ও শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সচিব শাহনেওয়াজ পারভীনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।