যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে বিএনপির সাথে কাঁদে কাঁদ মিলিয়ে জিয়া মঞ্জ সিলেট জেলা শাখার নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন।
তিনি তারেক রহমানের ৩১ দফা দেশের পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
রবিবার (১৮ মে) রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের নিজ বাড়িতে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ও এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ সাহেদ আহমদ এর সভাপতিত্বে ও জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মিডিয়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম মিন্টু, বিএনপি নেতা শাহ আলম।
রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সেমিনারে সিলেট জেলা জিয়া মঞ্চের পক্ষে ৩১ দফা বিষয় তুলে ধরেন জেলা জিয়া মঞ্চের সদস্য ও গোলাপগঞ্জ জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন সিলেট জেলার যুগ্ম আহবায়ক আমির আলী, দুলাল আহমদ, বেলাল আহমদ শামীম, জেলার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, সদস্য আব্দুর রুপ তজন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক রেদুয়ান আহমদ শিকদার, গোলাপগঞ্জ জিয়া মঞ্চের আহবায়ক নাজমুল ইসলাম খান প্রমুখ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
জিয়া মঞ্চ সিলেট জেলার উদ্যোগে রাষ্ট্র কাঠামো ৩১ দফা ও নির্বাচিত সরকার শীর্ষক আলোচনা সভা
2 Mins Read৩ Views