রতন কান্তি দে উখিয়া (কক্সবাজার) :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা সংগঠনের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গেল জাতীয় নির্বাচনে বিপুল
ভোটের ব্যবধানে উখিয়া টেকনাফ আসনের নৌকার প্রাথী শাহীন আক্তার কে বিজয়ী করায় দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীকে
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করে দলের সর্বস্তরের ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূলের নেতাকর্মীদের কাছে তুলে
দেন। এ সময় উপস্থিত শত শত নেতাকর্মীরা স্লোগান দিয়ে একযোগে হাত তুলে সমর্থন জানান। একইভাবে ঐক্যবদ্ধভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান। তিনিআরো বলেন জাতীয় নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করে আত্মঘাতী ভূমিকা রাখেন দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া টেকনাফের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, ও বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন জেলা,ও উপজেলা আওয়ামী লীগসহ তৃণমূলের নেতাকর্মীদের সিদ্ধান্তের সাথে আমরা ও একমত।
সকলকে সাথে নিয়ে উপজেলা নির্বাচনেও জয়ের দ্বারা অক্ষুন্ন রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, আবুল মনসুর চৌধুরী, এডভোকেট রনজিত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, কক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহাম্মদ চৌধুরী
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র
নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, অধ্যাপক শাহ আলম, কামাল উদ্দিন মিন্টু, এস এম সৈয়দ আলম, রিয়াজুল হক রিয়াজ, আওয়ামী লীগ নেতা আমিনুল হক আমিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন,
মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন মেম্বার, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রো, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার, রত্না পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল ও সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকগন
এতে আরো বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল পাশা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল ফজল, মোঃ ইউনুস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুদ আমিন শাকিল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম প্রমুখ।
প্রত্যেক বক্তারা তাদের বক্তব্যে কর্মীবান্ধব, জনপ্রিয়, এবং সকলের গ্রহণযোগ্য নেতা উল্লেখ করে তিনবারের নির্বাচিত রাজাপালং ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী কে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রাথী ঘোষণার দাবি জানান। ফলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের প্রাথী হিসেবে ঘোষণা করা হয়।