জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ওয়াস্তি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি তানভীর ইবনে মোবারক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সুলতানা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান (বার্তা ২৪), যুগ্ম- সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদান (দৈনিক যায়যায়দিন), দফতর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন (দৈনিক খোলা কাগন) এবং কার্যকরী সদস্য পদে আহসান হাবিব (দ্য এশিয়ান এইজ) এবং রবিউল ইসলাম (ঢাকা টাইমস ২৪) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’
এ সময় সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সুলতানা আক্তার, নির্বাচন কমিশন সচিব হাসিব সোহেল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর
1 Min Read১১ Views