মোঃ নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপত্তিকর ম্যাসেজ পাঠিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করেছে এবং আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল রাতে এই ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তিনি নিজের ফেসবুক পেজ থেকে সতর্কবার্তা দেন। পরে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেফরুল হাসান চৌধুরী বাদি হয়ে থানায় জিডি করেন।
জান যায়, হোয়াটসঅ্যাপ-এর এই ০১৩০৩৫০১৮৮৫ নম্বর থেকে জনৈক ব্যক্তি উপাচার্যের ছবি ব্যবহার করে বিভিন্নজনের কাছে আপত্তিকর মেসেজ পাঠাচ্ছেন এবং অর্থ দাবি করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নম্বরটি উপাচার্যের নয় এবং তার সঙ্গে এই কার্যকলাপের কোনো সম্পৃক্ততা নেই। প্রশাসনের ধারণা, উপাচার্যের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই প্রতারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, পঞ্চগড় থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে ইতোমধ্যে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে অপরাধীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে অনুরোধ জানিয়েছে, উল্লিখিত নম্বর থেকে কোনো ফোনকল বা মেসেজ পেলে তা উপেক্ষা করতে এবং বিভ্রান্ত না হতে।