মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফার্মিং ফিউচার বাংলাদেশের সহযোগিতায় Communicating Science of Genome Editing শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাব।
গতকাল শনিবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসাইন।
গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এরপর ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসাইন এর সূচনা বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মশালাটির আয়োজক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এবং বায়োটেক ক্লাবের মেন্টর তানভীর আহামেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য আহবান জানান।
কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন ফার্মিং ফিউচার বাংলাদেশর প্রজেক্ট ম্যানেজম্যান্ট এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার অনন্যা সান্যাল, প্রজেক্ট ম্যানেজম্যান্ট এন্ড কমিউনিকেশন স্পেশালিষ্ট সাদিক উদ্দিন, এডভোকেসি এন্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ম্যানেজার ফারুক হাসান এবং ফার্মিং ফিউচার বাংলাদেশর নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসাইন।
ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসাইন বলেন, বিগত কয়েক দশক ধরে কৃষিতে জীবপ্রযুক্তির ব্যবহার খাদ্যের গুনগত মানবৃদ্ধিসহ ফলন বৃদ্ধি এবং বিশ্বজুড়ে কৃষি উৎপাদন ব্যয় হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখছে। বাংলাদেশে নিরাপদ এবং টেকসই খাদ্য সুরক্ষার জন্য আধুনিক কৃষি উদ্ভাবনের সুবিধা সম্পর্কে সাধারণ জনগণকে আরো স্বচ্ছ ধারণা প্রদান করতে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি তরুনদের কাজের মাধ্যমে বিজ্ঞান এবং এর উদ্ভাবনগুলোর প্রতিফলন ঘটা উচিত।
কর্মশালার সমাপনী বক্তব্যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ বলেন, “শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কৃষিতে নতুন উদ্ভাবন সম্পর্কে সম্যক ধারণা লাভ করে এবং আধুনিক উদ্ভাবনগুলো কিভাবে দেশের সব পর্যায়ে জনপ্রিয় করা যায় এ ব্যাপারে কর্মপরিকল্পনা নির্ধারণ করে।”
বায়োটেক ক্লাবের সভাপতি পরাগ বিশ্বাস বলেন, “কর্মশালাটি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে যা ভবিষ্যতে বিজ্ঞানের প্রসার ঘটাতে সহায়তা করবে।”