নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
রবিবার (২ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো এবং ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে সে ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি জন্য অযোগ্য বলে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব আলী রেজা বলেন,গতকাল ভর্তি কমিটি সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারো ডোপ টেস্ট পজিটিভ হলে সে ভর্তি জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও অনলাইনে পছন্দের বিভাগ বিষয়ে আলী রেজা বলেন, আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে । এই তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সেইসাথে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন এপ্রিল মাসের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।
উল্লেখ্য ২০২৪ —২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয় । এবারে ১ হজার ৮১৪ টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিত করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
জাবিতে ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপটেস্ট
1 Min Read৩৯৯ Views