নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন- ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার জাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামানকে এবং সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত ও প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রয়োজনে সংযোজন ও বিয়োজনের ক্ষমতা নির্বাচন কমিশন সংরক্ষণ করবে। স্নাতক (সম্মান) ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীগণকে খসড়া ভোটার তালিকাটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। স্নাতকোত্তর ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীগণকে খসড়া ভোটার তালিকাটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
এছাড়াও, জাকসু গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সিদ্ধান্তের প্রেক্ষিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণীতে ৬ (৪+২) বছর অথবা স্নাতকোত্তর শ্রেণীতে ২ (১+১) বছর অধ্যয়নরত রয়েছেন, শুধুমাত্র তাঁদের নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রকাশিত ভোটার তালিকায় কোনোরূপ অস্পষ্টতা বা অসঙ্গতি পরিলক্ষিত হলে, আগামী ১৪ জানুয়ারি, ২০২৫ দুপুর ২.০০ টার মধ্যে প্রমাণাদিসহ নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করতে হবে। গত ৩১ ডিসেম্বর জাকসু নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি প্রণয়ন ও ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ
Updated:2 Mins Read৮০ Views