তৌকির আহমেদ (জবি প্রতিনিধি) :
জবি রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব ১ম বারের মত আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিভাগের ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে রসায়ন বিভাগের ২১৮ নং কক্ষে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়।
রসায়ন বিভাগের ১৫তম ও ১৬তম ব্যাচের মধ্যকার বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘আইনের সঠিক প্রয়োগই জলবায়ু পরিবর্তন রোধ করতে পারে’। প্রতিযোগিতায় ১৫তম ব্যাচ আলোচ্য বিষয়ের পক্ষে এবং ১৬তম ব্যাচ বিপক্ষে লড়াই করেন। প্রতিযোগিতায় ১৬তম ব্যাচ জয় লাভ করেন। সেরা বক্তা নির্বাচিত হন ১৫তম ব্যাচের তাজকিয়া টুসি।
রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ও রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করেছিল। রসায়ন বিভাগের ১৫, ১৬, ১৭ ও ১৮ তম ব্যাচ। ১ম রাউন্ড থেকে বিজয়ী ২ দল, ১৫তম ও ১৬তম ব্যাচ চূড়ান্ত পর্বে লড়াই করে।