গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যায় এবারও সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান পুলিশ বিভাগের ঢাকা গুলশান বিভাগের ট্রাফিক সাজেন্ট মাহমুদুল হাসান মাসুদের সার্বিক সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী ও শারিরিক প্রতিবন্ধী বৃদ্ধ পুরুষ-মহিলা চিন্নমুল অসহায় এবং এতিম খানার শীতার্থ মানুষদের মাঝে ২শত শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর রেল স্টেশান চত্বরে দৃষ্টি প্রতিবন্ধি কার্যালয় সামনে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাতুল হাসান। কম্বল বিতরন কালে তিনি বলেন,মানুষ মানুষের জন্য আমি এই প্রমান পেয়েছি গৌরীপুরে আমি অল্প কয়েকদিন হলো যোগদান করেছি তার পর থেকেই। গৌরীপুর আসার পর থেকেই এই শীতে বিভিন্ন সংঘঠন ও ব্যাক্তি উদ্যোগে যে ভাবে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে পাশে দাড়াঁচ্ছেন, তারই অংশ হিসেবে আজকে সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ সাহেব তার এই উদ্যোগকে ধন্যবাদ জানাই।আমরা সকলে মিলে যদি অসহায়দের সাহায্যে এগিয়ে আসি তাহলে দেশটা সুন্দর হবে।
কম্বল বিতরনরকালে উপস্থিত ছিলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রাসেল মিয়া,সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, গৌরীপুর উপজেলা যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন,সাংবাদিক ফারুক আহাম্মদ, সাংবাদিক হলি সিয়াম শ্রাবন, গোলাম মোস্তফা সহ উপস্থিত ছিলেন,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ।