গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাসেল বাহিনীর প্রধান মেহেদী হাসান রাসেলকে আটক করেছে পুলিশ । শনিবার (৯ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মেহেদী হাসান রাসেল কাশিয়ানী থানা আওয়ামীলীগ সভাপতির মোক্তার হোসেন মোল্লার অন্যতম সহযোগী । মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল (৩৪) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার খাগরাবাড়িয়া (খাগড়াবাড়িয়া) গ্রামের মৃত বালা মিয়ার ছেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে আজ শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী মেহেদী হাসান রাসেল নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর রাসেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলো আদালত।
মেহেদী হাসান রাসেল আটক হওয়ার সন্তোষ প্রকাশ করেছে কাশিয়ানীর নানা স্তরের মানুষ। কারণ রাসেল বাহিনীর প্রধান মেহেদী হাসান রাসেল এর নানাবি অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। এছাড়া কাশিয়ানী থানা সূত্রে জানা গেছে, রাসেলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় চাঁদাবাজি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। মেহেদী হাসান রাসেল এর বেশ কয়েকটি মামলার এজাহারভূক্ত আসামী। ৫ জুলাই, ২০২২ তারিখে মেহেদী হাসান রাসেল এর নামে একটি মামলা নথিভূক্ত হয়। যার নম্বর কাশিয়ানি থানার এফআইআর নং-২/৯২, জি আর নং-৯২/২২ । ধারা – ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ ।
১০ মার্চ, ২০২৩ তারিখে মেহেদী হাসান রাসেল এর নামে আরো একটি মামলা নথিভূক্ত হয়। যার নম্বর কাশিয়ানি থানার এফআইআর নং-১১, জি আর নং-৪৫ । ধারা – / পেনাল কোড-১৮৬০ধারা- ১৪৩, ৪৪৭, ১৪৩, ৩৮৫, ৩৪১, ৫০৬/পেনাল কোড-১৮৬০ ।
১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মেহেদী হাসান রাসেল এর নামে আরো একটি মামলা নথিভূক্ত হয়। যার নম্বর কাশিয়ানি থানার এফআইআর নং-১১, জি আর নং-১৫২ । ধারা – ৩৮৫, ৩৮৬,৪২৭,৫০৬ পেনাল কোড-১৮৬০।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।