মোঃ মোশারেফ হোসেন (রূপসা ) :
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ও ২ পিচ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর জেলার কেশবপুর থানাধীন ছোট পাতরা গ্রামের বিমল দাসের পুত্র নারায়ন দাস(২৭) ও খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্ৰামের মোঃ আনছার আলী গাজীর পুত্র মোঃ আব্দুল হালিম গাজী (৩৮)।
জেলা ডিবি সূত্র জানায়, গত ০৬ অক্টোবর ২০২৩ রাত্র ১০.৫৫ ঘটিকার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্লার নেতৃত্বে এস আই(নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ২ মাদক কারবারি কে ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্রামস্থ হাফিজুল এর চা – পান দোকানের সামনে হতে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট হতে আলামত হিসেবে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ও ২ পিচ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে এস আই শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করেন।
উল্লেখ্য যে, দুই নং আসামি আব্দুল হালিম গাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক মামলা সহ সর্বমোট ছয়টি মামলা রয়েছে।