মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (খাগড়াছড়ি) : দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের পক্ষে খাগড়াছড়ি জেলায় কর্মরত পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শহরের কোর্ট মসজিদ মার্কেটস্থ পত্রিকার অফিস কক্ষে এসব বিতরণ করা হয়। কম্বল পেয়ে উল্লসিত তুষার ও মহারাজ বলেন, কয়েকদিন যাবৎ শীতের প্রকোপ বাড়ছে। এমন সময়ে সবুজ পাতার পত্রিকার কর্তৃপক্ষ আমাদের ভাল মানের কম্বল দিয়ে শীত নিবারণে সহযোগীতা করেছে। এ জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সবুজ পাতা কর্তৃপক্ষ বরাবরের মতো এই ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তাদের এই কর্মকান্ডে অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তশালী ব্যক্তিদের অনুপ্রাণিত করবে। সাংবাদিক মো: শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ তার বক্তব্যে বলেন, সবুজ পাতার মতো অন্যান্য সংগঠন এগিয়ে আসলে খাগড়াছড়ির আরো অনেক মানুষ উপকৃত হতো। সকলের উচিৎ এই মহৎ কর্মকান্ডগুলো দেখে সামর্থানুযায়ী সহযোগীতার হাত বাড়ানো। বকুল বিকাশ চাকমা বলেন, এলাকার বিত্তবানরা সবুজ পাতার এহেন কর্মকান্ডে লজ্জিত হওয়া উচিৎ। এ লজ্জা নিবারনের জন্য হলেও গরীব অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসবে বলে আমি মনে করি’।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ