আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাংক বলছে, বিশ্বের ২৬টি অতি দরিদ্র দেশ ২০০৬ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে। তাদের ঋণের মাত্রা ১৮ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। রোববার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এসব দেশে বিশ্বের ৪০ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করে। সশস্ত্র সংঘাত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দেশগুলোতে ঝুঁকি বাড়ছে। অস্থিতিশীলতার কারণে বেশিরভাগ দেশে বিদেশি বিনিয়োগ নেই। আর প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে ২ শতাংশ করে জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির আগে এসব দেশ যে অবস্থায় ছিল, এখন তার চেয়েও আরও বেশি দরিদ্র হয়ে পড়েছে। অথচ বাকি বিশ্বের অর্থনীতি অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এই দেশগুলোকে সাহায্য করতে এক হাজার কোটি ডলারের বেশি সংগ্রহ করার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকায় অবস্থিত। তবে তালিকায় আফগানিস্তান ও ইয়েমেনও রয়েছে। বিশ্বব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর সংগ্রহ বৃদ্ধি ও সরকারি ব্যয় দক্ষতার উন্নতির পরামর্শ দিয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ২৬ দরিদ্র দেশ
1 Min Read১৫৩ Views