বিকাশ সূত্রধর (ওসমানীনগর , সিলেট) :
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগরের নিরাইয়ার হাওর হতে জুয়া খেলার সরঞ্জাম সহ ৭ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন , মৌলভী বাজার জেলার কাজির বাজারের মৃত মকসুদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া , ওসমানীনগর উপজেলার গলমু কাপন গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে মোঃ মছনুন আহমদ, কোনাপাড়া গ্রামের রহিমউদ্দিনের ছেলে শামিম আহমদ, হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার মৃত সুন্দর আলীর ছেলে আবু চালেক,
ওসমানীনগর উপজেলার শংকর পাশা গ্রামের তেরাব আলীর ছেলে কওছর আহমদ ,গলমুকাপন গ্রামের আব্দুল তারিফের ছেলে আব্দুল ছাদির , গজিয়া গ্রামের এছাব উদ্দিনের ছেলে আবু সাঈদ আবুল।
গ্রেফতারকালে আসামীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ নগদ-৮৬৬০/-টাকা , ৫ প্যাকেট তাস , ২টি প্লষ্টিকের বস্তার তৈরি ত্রিপল , ০৬টি মোমবাতি উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় এসআই কমলাকান্ত মালাকার বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা শিকার করেন ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক।