শিব্বির আহমদ, (ওসমানীনগর):
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এর তের মাইল ব্রাক্ষণ শাষণ নামক স্থানে আজ ১৭ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক ০৭:৩০ মিনিটের সময় সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে (ঢাকামেট্রো- ল ৬২-২০৪০ মাইক্রোবাসের ধাক্কায় মো. শফিউল হাসান সানী (২৯) নামের একজন মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বালাগঞ্জ তাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনি দক্ষিণ সুরমার লালাবাজারের ভালকী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। জানা যায়, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ঘন কুয়াশা ও রাস্তার পাশে ঝোপঝাড় থাকার কারণে মোড় থেকে সামনে কি ধরনের গাড়ি আসছে না আসছে তা দেখা যায় না এই কারণে এখানে দূর্ঘটনা ঘঠতে পারে আমি মনে করি।