কোক স্টুডিওর নাসেক নাসেক গানের পর পরিচিতি পেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী অনিমেষ রায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘ক্ষমা চাই’। মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাবে ইউটিউবে। রাফিউজ্জামান রাফির কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর, সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানটি আশা করি সবার ভালো লাগবে। মাটির সুর, কথায় আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে।’ আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘গানটি আমাদের অনেক দিনের প্রকল্প। সবার শ্রম ও ভালোবাসায় সম্পন্ন হয়েছে। কথা, সুর, সংগীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে।
সংগীত পরিচালক সুমন কল্যাণ বুলেন, ‘আমার সংগীতায়োজনে বছরের প্রথম গান। ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গানটিতে আকুতি আছে, প্রার্থনা আছে। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’ গীতিকবি রাফি বলেন, ‘গানটিকে প্রার্থনাসংগীত বলতে পারেন। স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ