বিনোদন ডেস্ক
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায় ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। তবে মাহি চলেন তার নিজের ধাঁচে। নিয়মিত সক্রিয় থাকেন সামাজিকমাধ্যমেও। নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তবে এবার একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে বসলেন এই নায়িকা। নিজেকে ‘ছাগল’ বললেন অভিনেত্রী! শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লেখেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।’
নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মাহি। তিনি বলেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ। ’ তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন। এদের মধ্যে তারকাদের পরীমণি, মৌসুমী হামিদ, রাজ রিপা, জয় চৌধুরী, অন্তু করিম, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকেই রয়েছে।
এছাড়া আরেক অভিনেত্রী জাহারা মিতু লেখেন, ‘অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল’- পরবর্তী শিরোনাম। জবাবে মাহি লেখেন, ‘লোল’। মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমন চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন এই ঢালিউড কন্যা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ