এই দুর্ভিক্ষ সামগ্রীক বুদ্ধিমত্তারও

এই দুর্ভিক্ষ সামগ্রীক বুদ্ধিমত্তারও

তরিক রহমান : 

নিম্ন আয়ের মানুষের রুচি বরং অনেক উপরে, যুগে যুগে। মরমী, দেহতত্ব, মুর্শিদী, জারী-সারী এসকল গানের ধারার জন্ম এই নিম্ন আয়ের মানুষের মাঝ থেকে। যেগুলো এখন বিশ্ব জয়ী।

আর যাত্রা পালার মাঝখানে, লেংঙ্কটী, ব্রা পরিয়ে, গভীর রাতে একশ্রেণীর কামুক ও যৌন উত্তেজক নাইটশো বিক্রি করা, অসামাজিক বা নিষিদ্ধ শো এর ধারার রুচির বাজার ব্যবসা বা কিছু করে খাওয়ার পথ ঠিক চিনেছিলেন এই হিরো আলম। যা তিনি গভীর রাতের যাত্রার প্যান্ডেল থেকে, নির্লজ্জ ও সাহসীকতার সাথে মুঠোফোনে ছড়িয়ে দিয়ে সফলভাবে, প্রকাশ্যে এসেছেন। তার সকল কন্টেন্ট দেখেন। অত্যন্ত ধূর্ত এবং বিচক্ষণ এই হিরো, গড় রুচির মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার মতো মানুষের, রুচির বানিজ্যিক প্রসার হচ্ছে/ হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়েবে যৌন উত্তেজক সিরিয়াল বাড়ছে।

আপনারা যারা বাম, প্রলেতারিয়েত, বিপ্লবী, শ্রেণী সংগ্রামীরা চিন্তা কইরেন না। আপনাদের হিরোরা হারবে না। কেননা এই দুর্ভিক্ষ সামগ্রীক বুদ্ধিমত্তারও।

(তরিক রহমান : লেখক, সাংবাদিক)

Share This Post