নিশান খান
পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করার অনুরোধ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। রবিবার (০৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ০৬ ফেব্রুয়ারি ২০২৪ এবং ১৮ অক্টোবর ২০২৪ তারিখে প্রচারিত অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানকারী যেসকল শিক্ষার্থীর পরীক্ষা সমাপ্ত হয়েছে তাদেরকে হল ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। উক্ত অফিস আদেশসমূহের ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানকারী যেসকল শিক্ষার্থী হল ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে।
এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রভোস্ট কমিটির ০২ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানকারী যেসকল শিক্ষার্থীর ইতোমধ্যে স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে তাদেরকে স্ব-স্ব হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীগণ ঈদ-উল-ফিতরের ছুটির পূর্বেই হল ত্যাগ না করলে ঈদ-উল-ফিতরের ছুটির পর হল প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীগণের হল ত্যাগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষার্থীগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঈদের আগেই অছাত্রদের জাবি হল ত্যাগের নির্দেশ
1 Min Read১৩৯ Views