ববি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণাভিত্তিক সংগঠন ‘এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ (ইআরডিএফবি)’ আয়োজনে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার ওপর বিদেশি হস্তক্ষেপ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ কনফারেন্স হলে আয়োজিত হয় সেমিনারটি৷ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবি’র সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বর্তমান যে গতিধারা তা ব্যাহত করতেই স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচনে কিছু বিদেশি রাষ্ট্র ও সংস্থার এমন হস্তক্ষেপ। বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে রুপান্তরিত হয়ে বিদেশি নির্ভরশীলতা কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা তা ব্যাহত করতেই তাদের এমন অপপ্রচেষ্টা। তবে তাদের বুঝতে হবে কেবল তারাই পৃথিবীর একক মোড়ল নয়। তাদের ইচ্ছা-অনিচ্ছার দ্বারা একটি স্বাধীন দেশের ভীত পরিবর্তন হবেনা। পরিবর্তনকারী এদেশের জনগণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে অবৈধভাবে হস্তক্ষেপ করে এদেশের সম্পদ বা কোনো দ্বীপের উপর নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশে নতুন করে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা কোনভাবেই সম্ভব নয়। সাহসি বাঙালি জাতির দুঃসাহসিক তরুণ সমাজ এবং সাধারণ জনগণকে এসব বিদেশি অপশক্তি এবং তাঁদের মদদাতা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে শক্ত হস্তে প্রতিহত করতে হবে৷ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ দূত জনাব মো. ওয়ালিউর রহমান। এছাড়াও আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কলামিস্ট অজয় দাশ গুপ্ত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবি এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য ও ইআরডিএফবি এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।