স্পোর্টস ডেস্ক
দুর্দশা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার জন্য। গেল কদিনে একমাত্র লিওনেল মেসির ফিরে আসা ছাড়া কোনো খবরই আর্জেন্টিনার ভক্তদের খুশির কারণ হতে পারেনি। অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কোয়াড ঘোষণার পরেই ইনজুরিতে পড়েছিলেন নিকোলাস গঞ্জালেস। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাওলো দিবালা। সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পাওলো দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয়। বাকি সবার মতো ম্যাচ না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংসপেশীর ইনজুরিতে পড়েছেন তিনি। যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার।
দিবালার ইনজুরির ঘোষণা একেবারেই আকস্মিক ছিল আর্জেন্টিনার জন্য। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও লা জোয়া পরের দুই ম্যাচে খেলতে পারছেন না এমনটা আগেই জানিয়ে দেয়া হয়েছে জাতীয় দলের পক্ষ থেকে। একই সময়ে লিভারপুলে খেলা আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও জানিয়েছেন ইনজুরির কথা। এর আগে জুভেন্তাসের তারকা নিকো গঞ্জালেসও পড়েছেন ইনজুরিতে। জুভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের দশম মিনিটেই তিনি পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো। যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ। ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা
1 Min Read২০ Views