২০০৪ সালের আগস্টের এক আলোকিত সকালে পাঠকের কাছে পৌঁছে যায় অর্থনীতির কাগজ। এরপর থেকে পাঠকের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়। যদিও পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে প্রকাশনায় বেশ বেগ পেতে হয়। তারপরও দমে যায়নি দৈনিক এই পত্রিকাটি। ফের স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে বেশ চাপে পড়ে গেলেও নানা চড়াই-উৎড়াই পার করে দুই দশক পার করে টিকে আছে পত্রিকাটি। একঝাঁক প্রবীণ, নবীন সাংবাদিকদের সমন্বয়ে সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী ভিন্নধর্মী লেখনির মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে বতর্মানে ২২ বছরে দৈনিক অর্থনীতির কাগজ। এরইমধ্যে পাঠক সমাজে ব্যাপক সমাদৃত পত্রিকাটি।
”দূর্নীতির বিরুদ্ধে, উন্নয়ন সমৃদ্ধির কথা বলে” স্লোগানটিকে ধারণ করে অর্থনীতি কেন্দ্রীক খবরকে জোড় দিলেও পাশাপাশি রাজনীতি, আর্ন্তজাতিক, খেলা, বিনোদন, শিক্ষা, পাঠকের মতামতসহ সমাজের নানা অনিয়ম, দুর্নীতি তুলে ধরে আসছে দীর্ঘ এই পথচলায়। আট পাতার পত্রিকা হলেও বিভিন্ন জাতীয় দিবস, ঈদসহ নানা উৎসব ঘিরে আয়োজন করা হয় বিশেষ সংখ্যা।
মনগড়া কিংবা কাল্পনিক কোনো তথ্য কখনই প্রকাশ না করার প্রত্যয়ে সকল খবর পূর্ণাঙ্গ যাচাই বাছাই করেই প্রকাশ করে বিধায় সারাদেশের পাঠক সমাজে রয়েছে ব্যাপক আস্থা।
ছাপা সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণেও বেশ জনপ্রিয় দৈনিক অর্থনীতির কাগজ। যুগের সাথে তাল মিলিয়ে চলার স্বার্থে অনলাইন সংস্করণেও পার করেছে এক যুগেরও বেশি সময়।
পড়ুন। লিখুন। পড়তে বলুন। পাঠকদের প্রতি এই আহবানে সব সময় তাদের সাথে পেলে সকল বন্ধুর পথ পাড়ি দিতে সক্ষম হবে দৈনিক অর্থনীতির কাগজ।