রতন কান্তি দে উখিয়া (কক্সবাজার) :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে উখিয়ার কোর্টবাজারে অবস্থিত শাহ জব্বারিয়া হোটেল ও শাহ মজিদিয়া হোটেল থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানা পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী বিক্রি না করার জন্য জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন ইউএনও। খাদ্যদ্রব্য বিক্রির সময় মাছি সহ ধুলাবালিমুক্ত রাখতে নির্দেশ প্রদান করেন তিনি। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।