বিনোদন ডেস্ক
বাংলা নাটকে এ প্রজন্মের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। বেশ কিছু নাটকে জুটি বেঁধে তারা দর্শকের মন জয় করেছেন। আবারও তারা হাজির হলেন নতুন নাটক নিয়ে। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার নির্মাতা তপু খান পরিচালিত এ নাটকের নাম ‘মমতা’। গত মঙ্গলবার অবমুক্তির পর বেশ সাড়া পেয়েছে নাটকটি। ‘মমতা’ নিয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের। আশা করি সেই চেষ্টায় আমরা সফল হয়েছি। এ নাটকে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি, তা দারুণভাবে অনুভব করাবে এ নাটক। একইসাথে আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা জোভান বলেন, ‘কিছু গল্প ও চরিত্র থাকে, যেগুলোতে কাজ করে একটা তৃপ্তি পাওয়া যায়। মমতা নাটকটি আমাকে সেই তৃপ্তি দিয়েছে। জগতে একজন মানুষ কেবল নিজের জন্য বাঁচে না, তার অনেক দায়িত্ব থাকে চারপাশের মানুষের প্রতি, সমাজ ও দেশের প্রতি। সেই বিষয়টাই সুন্দরভাবে ফুটে উঠেছে আমার চরিত্রে। আমি তপু খান ভাইকে ধন্যবাদ দিচ্ছি, এমন চরিত্রে আমাকে নেওয়ার জন্য।’
সাদিয়া আয়মান বলেন, ‘এফডিসিতে সেট তৈরি করে কাজ করা হয়েছে। সবাই নাটকের গল্প ও চরিত্রের প্রতি এত মুগ্ধ ছিলাম যে, ক্লান্তিহীন কাজ করে গেছি। একটা নাটকের শুটিংয়ের সময়ই এর মান টের পাওয়া যায়। আমরা সবাই বুঝতে পেরেছিলাম “মমতা” ভালো কিছু হবে। নাটকটি প্রচারের পর দর্শকের রেসপন্স এবং প্রশংসা দেখে সেটা আবারও বুঝলাম। ভালো নাটকগুলো ভালোবাসা পেলে নাট্যকার ও নির্মাতারা উৎসাহিত হন। যারা বলেন যে ভালো গল্পের নাটক চাই, তাদের জন্য “মমতা” এক্সক্লুসিভ গিফট।’
জোভান ও সাদিয়া আয়মান ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মুনীরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ অনেকেই। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
অন্যরকম প্রেমের গল্পে জোভান-সাদিয়া আয়মান
2 Mins Read২২ Views