
এসএম আরাফাত হাসান:
আজ মাদারীপুর সদর উপজেলায় মরহুম রাজীব সরদার সৃতি টুর্নামেনট খেলার শুভ উদ্বোধন হয়। রাজীব সরদার স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করলেন হাফিজর রহমান জাচচু খান।। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির ছোটো ভাই মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সভাপতি হাফিজুর রহমান খান, আরো অতিথি ছিলেন, মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ওবায়দুর রহমান কালু খানের পুএ, জেলা যুবলীগ কার্যকরী সদস্য আবেদুর রহমান রুপোশ খান, যুবলীগ সহসভাপতি আকতার হাং, জেলা ছাএলীগ সাংগঠনিক সম্পাদক সজীব সরদার সহ নেতারা উপস্থিত ছিলেন।