
অখন্ড ভারতের অন্যতম আবেদ, ভারতীয় উপমহাদেশে ফরিদপুরের সুফি সাহেব নামে খ্যাত সুফি আব্দুল খালেক খান পাঠান (রহ.) এর প্রতিষ্ঠিত বেজড়া ভাটরা দরবার শরীফের ৩১তম ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আগামী ২৩ নভেম্বর। ২দিনব্যাপী এ মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে ২৪ নভেম্বর শেষ হবে। ২দিনব্যাপী এ ওয়াজ মাহফিলে উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক, মোজাদ্দেদ-ই-জামান, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার উত্তরসুরী , ভারতের অন্যতম আলেম, পীরে কামেল মাওলানা এবিএম ইউনুছ সিদ্দিকী প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন। বেজড়া ভাটরা দরবার শরীফের বর্তমান পীর শাহ মোহাম্মাদ নিজামুল হক খান পাঠান এর আমন্ত্রণে আরো উপস্থিত থাকবেন মেহেরপুরের বাদিয়াপাড়া দরবারের পীর মাওলানা জাফর সাদেক , বরিশাল হোসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন আনসারী, বঙ্গভবন জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা সাইফুল কবির, মাওলানা রফিকুল ইসলাম তানজীল (খতিব, শ্যামলী নূর জামে মসজিদ), মাওলানা নুরুল আমিন আমজাদী, গোয়ালগ্রাম মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আ. কাইয়ুম, জয়নগর মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা ফারুকুজ্জামান ফারুকীসহ দেশের বিশিষ্ট ইসলামী আলোচক ও ওলামায়ে কেরাম। হামদ ও নাত পরিবেশন করবে নূর শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
উক্ত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের ইসলামী আলোচক, দারুল জান্নাত জামে মসজিদ (ঢাকা) এর ইমাম ও খতিব, বেজড়া ভাটরা দরবার শরীফের পীর এর পুত্র মাওলানা আবম কুতুবুল আজম খান পাঠান। উল্লেখ্য বেজড়া ভাটরা দরবার শরীফ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নে অবস্থিত।